ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে ও আল আকসা মসজিদ রক্ষার দাবিতে বরিশাল হিজলা উপজেলার মৌলভীর হাট বাজারে মিছিল ও সমাবেশ করেছে, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ও স্থানিয় জনগন ৷
আজ কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে মৌলভীর হাট বাজার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খাঁন ।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি হিজলা উপজেলার সদর হযরত মাওলানা আবুবকর ছিদ্দিক হামিদী, কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসার বাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম আজিজী, মুফতী রিয়াজ উদ্দিন আনোয়ারী, মুফতী শাহজাহান ফরিদী, মুফতী মিজান, মাওলানা আলমগীর, মাওলানা জাহিদুল ইসলাম কাসেমী, বারেক মোল্লা, এবং কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ।
বিক্ষোভ মিছিলে কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান বলেন, ইসরাইল বরাবরের মতোই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, আমরা মোসলমান হিসাবে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষ্যে ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়েছেন, যদি প্রধানমন্ত্রী অনুমতি দেয় তাহলে বুকের রক্ত দিয়ে হলেও ফিলিস্তিনিদের রক্ষা করবো ৷
তিনি আরও বলেন, ইসরাইলি সকল পণ্য আমদানি ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিক্ষব সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আবুবকর ছিদ্দিক হামিদী, তিনি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।