সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক তথ্য হালনাগাদ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার বিকাল ৪.৩০ ঘটিকায় ডাচ্ বাংলা ব্যাংকে অনুষ্টিত হয়। জামালগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, মের্সাস আর এম এন্টারপ্রাইজ এর আয়োজনে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, সঞ্চালনায় জামালগঞ্জ কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষক আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার সোহেল আহমেদ, এজেন্ট নুরে আলম কাউসার, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী তালুকদার, উপ সহকারী কৃষি অফিসার রুবেল মিয়া, ইউপি সদস্য মো: মমিন মিয়া, পিএফজির সদস্য মো: আল আমিন, অবসর প্রাপ্ত সৈনিক আব্দুল বাতেন, ভিডিটির সভাপতি নিজাম চিশতী, জামালগঞ্জ এজেন্ট ব্যাংকিং এর প্রোঃ আব্দুল রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর অধীনে সকল ডিপিএস, এফডিআর সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাব ধারীদের তথ্য হালনাগাদ চলছে। তথ্য হালনাগাদ করতে আপনার একাউন্টের জমা রশিদ, ডিপিএস/ এফডিআর এর গ্রাহক কপি সাথে নিয়ে আসতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।