সুনামগঞ্জের ধর্মপাশায় “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্ধ বিষয়কে সামনে রেখে বুধবার সকাল ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান ও পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা একে এম শামসুল হক।
এতে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল সরকার, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, উপমা এনজিওর চেয়ারম্যান এম এইচ তালহা চৌধুরী, যুব ও সমাজ কল্যান সংগঠন সভাপতি মোঃ শরীফ উল্লাহ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ট যুব সংগঠক হিসেবে সম্মাননা স্বারক পান মোঃ শরীফ উল্লাহ চৌধুরী ও শ্রেষ্ট সংগঠন হিসেবে যুব ও সমাজ কল্যান সংগঠন বাবুপুর সম্মমনা স্মারক পান।