জার্নালিস্ট হেল্প সেন্টার ও সাংবাদিক ঐক্য পরিষদ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নগরীর একটি হলএ। গত ৪ নভেম্বর ২০২৩ইং শনিবার জার্নালিস্ট হেল্প সেন্টার ও সাংবাদিক ঐক্য পরিষদ এর উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।
হাছানুজ্জমান বাবুর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সূর্য সন্তান জার্নালিস্ট হেল্প সেন্টার এর চেয়ারম্যান জনাব আজগর আলী মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান বিদ্যুৎ, মহাসচিব, কেন্দ্রীয় কমিটি জার্নালিস্ট হেল্প সেন্টার। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক লাভলি আক্তার।
উক্ত মতবিনিময় সভার সভাপতি, প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের মহামূল্যবান বক্তব্য রাখেন।
সাংবাদিকদের কল্যানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিলো জার্নালিস্ট হেল্প সেন্টার ও সাংবাদিক ঐক্য পরিষদ। ২০১৯ সালে ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই সংগঠন এগিয়ে চলেছে।
দেশের ক্রান্তিলগ্নে এবং মহামারী করোনাকালীন সময়ে সাংবাদিকদের সঙ্গে সর্বদা প্রফুল্লচিত্তে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন। সুবিধাবঞ্চিত ও চাকরিচ্যুত তথা অসহায় সাংবাদিকদেরকে আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সাংবাদিকদের সাহায্য সহযোগিতা ও সহমর্মিতার সাথে নিঃস্বার্থ ভাবে সেবা করে যাওয়ার প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছিলো জার্নালিস্ট হেল্প সেন্টার। আর তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে কমিটি দেওয়া হয়েছে আজ শনিবার থেকে।
উক্ত কমিটিতে বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সভাপতি হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয় ।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আজগর আলী মানিক বলেন, সারা বাংলাদেশের সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষমতা ইনশাল্লাহ রয়েছে। আপনারা দোয়া করবেন আপনাদের পাশে থাকব। মহাসচিব মনিরুজ্জামান বিদ্যুৎ বলেন, আপনারা সবাই অবগত আছেন যে জার্নালিস্ট হেল্প সেন্টার সিটিজি টাইম টিভি ও জাতীয় দৈনিক আই বার্তার বৃহত্তর চট্টগ্রাম শাখার সাংবাদিকদের উদ্যোগে ২১ জন সাংবাদিক সদস্যবৃন্দ নিয়ে একটি নতুন কমিটি হলো
আলহামদুলিল্লাহ। ইতিমধ্য আমাদের নতুন কমিটির ২১ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন আমাদের সাথে। আমরা আমাদের সংগঠনে আরও জনবল বাড়াতে নিয়োগ দেবো সদস্য।
আজগর আলী মানিক বলেন, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে কমিটি দেওয়া হবে। চট্টগ্রাম থেকে শুরু হলো প্রথম কমিটি। যারা কমিটিতে যুক্ত হতে আগ্রহী তারা অতিসত্বর মহাসচিব ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করুন। এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন, তারাও এই কমিটিতে যুক্ত হতে পারবেন।
উক্ত কমিটিতে চারজনের ভিত্তিতে একাউন্ট করা হবে। ঐ একাউন্টে প্রতি মাসে ১হাজার টাকা করে সাংবাদিকদের কল্যানের জন্য জমা থাকবে। এরপর বক্তারা তাদের বক্তব্য রাখেন এবং কমিটি দেওয়ার পর সকলে একত্রিত হয়ে শপথ পাঠ করান alokitobanskhali24.com এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক নাজেম উদ্দীন।
সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময়ের সভার সমাপ্তি ঘোষণা করেন।