গতকাল বুধবার বিকেলে শাহ আমানত হাউজিং সোসাইটিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভর্তুকি মূল্যে সাধারণ মানুষের নিকট নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ শহিদুল আলম
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, কাউন্সিলর, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে উপস্থিত ছিলেন শাহ আমানত হাউজিং সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীরা।
সভায় নেতৃব বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে এসে দাড়ান যে কোন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে। তিনি আরো বলেন আমাদের চেতনার প্রতিক এ সরকার কে আবারও রাষ্ট্রপরিচালনার ভার তুলে দিতে হবে। যুব লীগ নেতা আনিস ওয়ারেসি বলেন দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তি শালী করতে হবে।
পরে জনগণের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।