গতকাল মঙ্গলবার ১২-৩০ মিনিটে নান্দাইল উপজেলার ভূমি অফিসের সাথে মিনি পার্কের মায়াবনে প্রবেশ করেন নান্দাইল উপজেলার ইউএনও অরুণ কৃষ্ণ পাল তখন তিনি দেখেন স্কুল কলেজের ড্রেস পরা ১৫,থেকে ২০জন ছাত্র ছাত্রী বসে আড্ডা দিচ্ছেন। তাদেরকে একসাথে করে প্রত্যেকের নাম এবং প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আসতে বলেন। শিক্ষক আসলে ইউএনও অরুণ কৃষ্ণ পাল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা এই ছাত্র ছাত্রীদের অবিভাবদেরকে লিখিত ভাবে( আইনানুগ) জবাব চান আপনার সন্তানের এই অবস্থা এখন আমরা কেন আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠান থেকে বেড় করে দিবনা, তার জন্য লিখিত জবাব দিন এবং এই কপি গুলো আমার কাছে দিবেন আমিও এই বিষয়গুলো দেখবো।
উল্লেখ্য এই যে, মোঃ সোহাগ মিয়া ২৪ পিতা মোঃ বছির উদ্দিন গ্রাম দত্তপুর সে অনুমতি না নিয়ে সকল ছাত্র ছাত্রীদের ছবি ভিডিও করতে থাকেন পরে তার মোবাইল ফোন থেকে সকল ছবি এবং ভিডিও মুছে ফেলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ টাকা জরিমানা করা হয়। ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন এভাবে স্কুল, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ছাত্র ছাত্রীদের মায়াবনে বা রেষ্টুরেন্টে বসে সময় নষ্ট করলে তাদের ভবিষ্যৎ ভাল হবে না। এ বিষয়ে অভিভাবক ও প্রতিষ্টানের শিক্ষকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
(বিশেষ কারণে ছাত্র ছাত্রীদের ছবি দেওয়া হয়নাই)