আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে নির্বাচন করতে চান তরুণ প্রজন্মের অহংকার, সদস্য শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ- কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। এজন্য তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ বা কিনেছেন।
রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমকর্মীদের জানান আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে রাজনীতি করে আসছি। যুব সমাজের কর্মী হিসেবে আমি ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
আমি ছাত্রলীগ করেছি, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি।ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় আমার পরিবারের ওপর অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে, অনেক হামলা-মামলার শিকার হয়েছি।আমার পরিবারও সারা জীবন আওয়ামী লীগের সাথে জড়িত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক রয়েছে, যারা ত্যাগী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যার সম্পর্ক রয়েছে, তাদের মূল্যায়ন করবেন। আমি নগরকান্দা-সালথার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছি এবং যাবো। আমি বিশ্বাস করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। আমি যদি মনোনয়ন পাই, ইনশাআল্লাহ এ আসন বিপুল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নগরকান্দা-সালথার জনগণ উপহার দেবে।