আজ রোজ সোমবার, ২০তারিখ, সকাল ৮ ঘটিকায় নোয়াখালীর শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার উদ্দ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, অন্যায়ভাবে আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচির সমর্থনে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে পুলিশের বাঁধা উপেক্ষা করে (নোয়াখালী-ফেনী মহাসড়ক) চৌমুহনীতে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।।--
বিক্ষোভ মিছিলে উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি নোয়াখালী ব্যস্ত নগরী চৌমুহনীর মূল প্রাণ কেন্দ্র মোরশেদ আলম কমপ্লেক্স থেকে শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে,এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।