নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় নিত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নৃত্যশিল্পী সংস্থা
নওগাঁ জেলা কমিটির সভাপতি মোরশেদা বেগম শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, নওগাঁ জেলার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এডভোকেট ডি এম আব্দুল বারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বি, নওগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, রোটারিয়ান চন্দন দেব, গুলশানারা মনি, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উত্তম কুমার সরকার, জাতীয় নিত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলার সহ-সভাপতি সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক লিজা সুলতান বক্তব্য রাখেন।
পরে নৃত্য শিল্পী সংস্থা’র আওতাভুক্ত বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।