গত কাল আনুমানিক রাত ১২টার সময়, যুবলিগ নেতা ইমতিযাজ চৌধুরী মিলন বাডিতে প্রবেশ মুহূর্তে তাঁর উপর অতকিত সন্ত্রাসী হামলা ও কযেক রাউন্ড গুলি বষন করে।
উক্ত সন্ত্রাসী হামলায ঈশ্বরদী পৌর সাবেক ৩নং ওযাড যুবলীগ নেতা রবি মোল্লা, পেছন থেকে কযেক রাউন্ড গুলি বষন করে।মিলন এর তার সঙ্গে থাকা,নেতা কমিরা টের পেযে তাকে থাক্কা মেরে সরিয়ে দেয়।তারপর তাকে ধাওয়া করলে তাঁরা পালিযে যাই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ্র সরকার এর সাথে যোগাযোগ করলে, তিনি বলেন ঘটনাটি সত্য এবং দ্রুধস সন্ত্রাসী রবি মোল্লা কে অস্ত্র সহ গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন। এই সন্তাসী হামলার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।