
চট্টগ্রাম ১৬ আসন থেকে নৌকার মাঝি হতে ইচ্ছুক ১৭ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাঁশখালী ১৬ আসন থেকে ১৭ জন প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় আওয়ামীলীগ মনোনয়ন ফরম বিতরন কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক ছাত্র নেতা মোঃ সালাউদ্দিন সাকিব।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম গত ১৭ নভেম্বর থেকে বিক্রি শুরু করেছে। চটগ্রাম ১৬ (বাঁশখালী) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন –
১. সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ২. মুজিবুর রহমান সিআইপি, ৩. আবদুল্লাহ কবির লিটন, ৪.এডভোকেট মুজিবুর রহমান, ৫. মোসলেহ উদ্দিন মনসুর, ৬. সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ৭. ড. জমির উদ্দিন সিকদার, ৮. চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, ৯. আ.ন ম. সরওয়ার আলম, ১০. শিক্ষাবিদ মুজিবুর রহমান, ১১. অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, ১২. অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, ১৩. মেজর (অব:) প্রকৌশলী সামশুদ্দিন আহমেদ চৌধুরী শামস, ১৪. সাইফুদ্দিন আহমেদ রবি, ১৫. এডভোকেট লায়ন শেখর দত্ত, ১৬. নাজমা আকতার, এবং ১৭. আরিফ উল হক।