৫নং কালীপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ নবগঠিত কমিটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রামদাস মুন্সির বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুরেশ দাশ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা ও সুজিত কুমার দাশ, সমকাল পত্রিকার ঢাকার ডেপুটি জেনারেল মেনেজার ও প্রতিবেদক। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম জসিম উদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম। বাঁশখালী উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহ্বায়ক ডাঃ সাইমুল ইসলাম সামি। সভাপতিত্ব করেন ৫নং কালীপুর ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি মোহাম্মদ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি নর হোসেন বাদশা।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনম ফরহাদুল আলম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ্ব নুরুল আলম, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা জিএম আবু তালেব, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু ছালেক বাদশা, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আজিজ, মোঃ জসিম প্রমূখ।
প্রধান অতিথি বলেন আগামী ৭ ই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে স্মার্ট বাংলাদেশের জননী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য আপ্রান চেষ্টা করার আহবান জানান। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনম ফরহাদুল আলম বলেন একমাত্র জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার স্বার্থে সবাই ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্তরিকতার সহিত কাজ করে নৌকার নিরংকুশ বিজয় নিশ্চিত করার আহবান জানান। প্রশ্নের জবাবে সভাপতি মামুন বলেন আমার রাজনৈতিক অভিভাবক এডভোকেট আনম শাহাদাত আলম ভাই ও আনম ফরহাদুল আলম ভাই এর নির্দেশে কালীপুর ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের এই কমিটির সকল নেতা কর্মী আন্তরিকতার সহিত কাজ করবে ইনশাআল্লাহ। উল্লখ্য বিগত ১৫ নভেম্বর বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান সিকদার ও যুগ্ন আহবায়ক মাহমুদুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম (সামি) এর স্বাক্ষরিত ৯ জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের নাম মোহাম্মদ মামুন সভাপতি ও মোঃ বখতেয়ার সাধারণ সম্পাদক, সহসভাপতি পদে সাইফুল ইসলাম, নুর হোসেন বাদশা,
মোঃ সফিক এবং যুগ্ন সম্পাদক মোহাম্মদ করিম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান, ইমরান আহমদ ইমু ও সদস্য মো. কাইছার ।
প্রশ্নের জবাবে নবাগত সাধারণ সম্পাদক মোঃ বখতেয়ার উদ্দিন বলেন আমি মনে করি এই কমিটি জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে সহায়তা করবে ইনশাআল্লাহ।