বেশ কয়েকদিন টান টান উত্তেজনা ছিলো চট্টগ্রাম-১২ পটিয়ার নির্বাচনী আসলে কে পাচ্ছে আওয়ামীলীগ মনোনয়ন।কারন বর্তমান পটিয়াতে যিনি সংসদসদস্য আছেন উনি দীর্ঘ পনের বছর টানা এমপি পটিয়ার এবং প্রথম দুুইবার এমপি থাকলেও তৃতীয়বার এমপি হওয়ার পর উনাকে প্রতিমন্ত্রীর সমমর্যাদার সংসদের হুইপ করার পর থেকে উনার নেতৃত্ব কর্তৃত্ব আর বেড়ে গিয়ে উনার নেতাকর্মীরা অনেকটা বেপরোয়া হয়ে জনগণকে বিরক্ত করে ফেলেছেন তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে।এমনকি টানা দীর্ঘ পনের বছর ক্ষমতায় থাকার সুবাধে উনিও উনার পরিবারের অন্যান্য সদস্যরাও হয়ে উঠেন একনায়কতন্ত্র মনোভাব সম্পন্ন।যার কারনে পটিয়ার আওয়ামীলীগের মধ্যে হয়ে উঠে কয়েকটি গ্রুপে বিভিন্ন এবং সাধারণ জনগণও ভয়ে মুখে প্রকাশ করতে না পারলেও মনেমনে কামনা করছিলেন বর্তমান এমপি শামসুল হক চৌধুরীর বিদায় কখন হচ্ছে! অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান গঠিয়ে বিকাল চারটায় যখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল কাদের ঘোষণা করেন চট্টগ্রাম-১২ পটিয়াতে বর্তমান উপজেলা চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী নাম। সাথে সাথেই পটিয়ার নেতাকর্মী সাধারণ জনগণ বাঁধভাঙা জোয়ারে আনন্দ উল্লাসে রাস্তায় নেমে আসেন।সকলের মুখেমুখে একটিই কথা-পনের বছরের জিন্মিদশা থেকে পটিয়াবাসী মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ।