শনিবার ২৫ নভেম্বর সন্ধ্যার দিকে বান্দরবান সদর থানাধীন ৪ নং সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের তিন রাস্তার মোড়ের সামনে বান্দরবান কেরানিহাট সড়কের পাকা রাস্তার উপর বান্দরবান ২ এপিবিএন টহল ডিউটি পরিচালনা করার সময় গোপন সংবাদের মাধ্যমে কেরানিহাট গামী একটি মহেন্দ্র তল্লাশি করে ৫০ লিটার চোলাই মদ ও মাহিন্দ্রা সহ একজন আসামি আটক করেন।
এই সংক্রান্তে বান্দরবান সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়া ধীন।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা নাম নয়ন তং পিতা বীগনো সেন মাতা পূরনবী বর্তমান ঠিকানা নীলাচল টাইগার পাড়া স্থায়ী ঠিকানা ক্যাং থানা রোয়াংছড়ি বান্দরবান।