দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ সোমবার বিকেলে দলের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। কুমিল্লায় যারা মনোনয়ন পেলেন—
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) মো. আমির হোসেন ভূঁইয়া; কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) এ টি এম মঞ্জুরুল ইসলাম; কুমিল্লা-৩ (মুরাদনগর) মো. আলমগীর হোসেন; কুমিল্লা-৪ (দেবিদ্বার) ইউসুফ আজগর; কুমিল্লা-৫ (বুড়িচং+ব্রাহ্মণবাড়িয়া) মো. জাহাঙ্গীর আলম; কুমিল্লা-৬ (সদর উপজেলা-কুমিল্লা মহানগর) এয়ার আহমেদ সেলিম বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন; কুমিল্লা-৭ (চান্দিনা) লুৎফর রেজা খোকন; কুমিল্লা-৮ (বরুড়া) এইচ এন এম ইরফান; কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) মো. গোলাম মোস্তফা কামাল; কুমিল্লা-১০ (লাঙ্গলকোর্ট, লালমাই, সদর দক্ষিণ) জোনাকী মুন্সি; কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মোস্তফা কামাাল।