চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে আওয়ামীলীগের দীর্ঘ পনের বছর পর নৌকার মাঝি পরিবর্তন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে,এবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা সদ্য বিদায়ী পটিয়ার উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী। মনোনয়ন পাওয়া পর আজ দুপুর ১২ টায় ট্রেনযোগে উনি চট্টগ্রাম পৌঁছেন। এসময় পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম বটতলী রেলস্টেশন চত্বরে বিশাল আনন্দ মিছিলসহকারে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মুহাম্মদ ইউনুস মিয়া, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইদ্রিস খানঁ কপিল, আওয়ামীলীগ এর যুগ্ন-সম্পাদক মোঃ আমজাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ এয়াকুব আলী মেম্বার,দঃজেলা যুবলীগ নেতা মুহাম্মদ পিপুল, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মিজান, সাইদুল, জসিম, পিপলু,নাহিদ সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। মিছিল শেষে নৌকার মনোনয়ন পাওয়াই জনাব মোতাহারুল ইসলাম চৌধুরীকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করেন।