এইবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচন করছেন,
এমন ৬৫ জন আওমী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে সরাসরি রাজনীতিতে না থাকা ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস যেমন রয়েছেন, তেমনি রয়েছেন প্রধানমন্তীর সাবেক মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, পুলিশের সাবেক কর্মকর্তা আবদুল কাহার আকন্দ।
আওয়ামী লীগের প্রবীণ ও প্রয়াত কয়েকজন
নেতার সন্তানেরাও দলটির মনোনয়ন পেয়েছেন।
বিভিন্ন জেলায় দীর্ঘ সময় ধরে আওমী লীগের রাজনীতিতে থাকা এবং ছাত্রলীগ – যুবলীগের সাবেক কয়েকজন নেতা ও দলটির বেশ কয়েকজন নারীনেত্রী প্রথম বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন। যারা এই প্রথম মনোনয়ন পেলেন, তাঁদের আসন ভিত্তিক তালিকাঃ
পঞ্চগড- ১ মোঃ নাঈমুজ্জামান ভূঁইয়া।
ঠাকুরগাঁও – ২ মোঃ মাজহারুল ইসলাম ( আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে)
রংপুর-১ মোঃ রেজাউল করিম রাজু,
রংপুর-৩ মোঃ তুষার কান্তি মন্ডল,
ফেনী- ১ মোঃ আলাউদ্দিন চৌধুরী নাসিম,
রংপুর-৫ রাশেদ রহমান,
কুড়ি গ্রাম- ৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে,