চাঁদপুরে প্রাইভেটকার করে ২০ কেজি গাঁজা পাচারকালে রবিউল হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে হরিনা ফেরিঘাট এলাকায় জাহিদ হোটেলের সামনে থেকে ঢাকা মেট্রো-গ ২৮-৩০১২ নামে করোলা এক্সিও নামে একটি প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজাসহ হাসানকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী রবিউল হাসান কুমিল্লা সদর দক্ষিণ ১৭ নং ওয়ার্ড লালমাই এলাকার আব্দুল জলিলের ছেলে। থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এএসআই শহীদুল্লাহ ও হেলাল গোপনসূত্রের ভিত্তিতে হরিনা ফেরীঘাট অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেটকারের পিছনের ডালা খুলে ভিতরে বস্তা বোঝাই ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক ব্যক্তির সাথে আরেকজন মাদক ব্যবসায়ী ছিল সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পূর্বেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ মুহসীন আলম জানান,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আটক রবিউল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।