আজ ০৬/১২/২০২৩ বুধবার বেলা ২ টায় সিও অফিস বোয়ালখালী উপজেলা চত্বরে বাংলাদেশ মাদ্রাসা সাধারণ শিক্ষক কল্যাণ পরিষদ, বোয়ালখালী উপজেলার উদ্যেগে প্রভাষক পদ থেকে পদোন্নতি পেয়ে মাদ্রাসার যে সমস্ত সাধারণ শিক্ষকবৃন্দ সহকারী অধ্যাপক হয়েছেন তাঁদের উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকবৃন্দদের অভিনন্দন জানিয়ে হাতে ক্রেস্ট তুলে দেন বোয়ালখালী উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল করিম রাজা মহোদয়, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মামুন মহোদয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউ এন ও মহোদয়, মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত সহ সকল অফিসারগণ বক্তব্যে বলেন শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। আপনাদের পাশে আমরা আছি, এবং সব সময় থাকবো । আপনাদের এই অসাধারণ উদ্যেগকে আমরা সাধুবাদ জানাই। আরো উপস্থিত ছিলেন বাবু প্রদীপ কুমার ,সহ অনেক উপজেলা অফিসার , প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা।
সংবর্ধিত শিক্ষকবৃন্দরা হলেন সহকারী অধ্যাপক মোঃ মাহাবুবুল আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ অলিউল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক গাজি মোঃ জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন। সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ নুরুল আবছার মাহমুদ ,সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ ,অর্থ সম্পাদক মোঃ এনামুল হক সহ-সভাপতি গাজী মোহাম্মদ জসিম উদ্দিন সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ-সভাপতি জনাব মোঃ আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক জনাব আবু হানিফ , দপ্তর সম্পাদক জনাব ছাবের আহমদ,মহিলা বিষয়ক সম্পাদিকা কানিস ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা দাশ গুপ্তা ,প্রচার সম্পাদক জনাব জয়নাল আবেদীন, সহপ্রচার সম্পাদক জনাব মোঃ ইয়াছিন সহ সকল নেতৃবৃন্দদের একই উক্তি আজকের মতো সব সময় আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে এ উদ্যোগ সর্বদা অব্যাহত থাকবে । পরিশেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকার জন্য এবং ইউ এন ও মহোদয় এর মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং সকল শিক্ষকদের আপ্যায়ন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয় । আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয় মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, একডেমিক সুপার ভাইজার সহ বোয়ালখালী উপজেলার সকল অফিসারগণকে। পরিশেষে দুপুরের খাবার এবং চা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।