বিগত কিছু দিন যাবত লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক হ্যাকিং এর হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, এমনকি অনেকের আইডি থেকে এডাল্ট পোষ্ট বা স্টোরি শেয়ার করা হচ্ছে মালিকের বিনা অনুমতিতে। এমনটা হচ্ছে কারন তাদের ফেসবুক আইডিটি ক্ষামার দখল করো নিয়েছে। আইডির মালিক ভূলক্রমে বা লোভে পড়ে স্কামারদের দেওয়া লোভনীয় ফিশিং লিংকে ঢুকে পড়েছে। বর্তমান বাংলাদেশে স্কামারদের একটিও ফিশিং লিংক গুলোর মধ্য অন্যতম হচ্ছে “Dear, you passed the interview. An average of 2,000 TK can be received every day, contact: https://wa.me/8801742843128 | আপনার মোবাইল কোনের সিমে আসা মেসেজটি অনেকটা এভাবে থাকবে। এই লিংকে ঢুকলে অনেক সময় কোন টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে বা কোন তথ্যই আসবে सी। আপনি লিংকে ঢোকা মাএই মার আপনার আইডিটি নিয়ে নিবে।
নিরাপদ থাকতে করনীয়ঃ
০১. এমন মসেজ পাওয়া মাত্রই ডিলিট করে দেওয়া ও নাম্বারটি বন্ধ করে দেওয়া।
০২. কখনোই লোভে পড়ে কোন অপরিচিত লিংকে ক্লিক না করা।
০৩. কোন পরিচিত জনের আইডি থেকে অনাকাঙ্খিত পোষ্ট পেলে তাকে আনফ্রেন্ড বা আনফলো করা।
০৪. ফেসবুক আইডিতে বা মেসেঞ্জারে একান্ত ব্যাক্তিগত ছবি/ভিডিও সংরক্ষন বা শেয়ার করা থেকে বিরত থাকুন।
০৫. আপনার আইডিতে সর্বদা টু-কেক্টর অথেনটিকেশনের সাথে একটি ই-মেইল এড্রেস যোগ করে রাখুন।
মনে রাখবেন আপনার সচেতনাই পারে আপনাকে ভার্চুয়াল জগত থেকে নিরাপদ রাখতে। তাই নিজে
সচেতন হই ও অন্যকে সচেতন করি।
হটলাইন: ০১৩২০-১১
১২০-১৪৩১২
ফেসবুক পেইজ: https://www.facebook.com/cybercrimeinvestigationcelljashore
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলা পুলিশ, যশোর