বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
বেরাদৱানে ত্বরিকত, আশেকানে গাউফুল আজম মাইজভাণ্ডারী আশেকানে আল্লামা ফরহাদাবাদী, খোদার ফজলে আগামী ২৭ অগ্রহায়ণ মোতাবেক ১২ ডিসেম্বর মুজাদ্দিদে দ্বীনো মিল্লাত, গাউছে জামান, ছৈয়দুল মুনাজেরিন, ছনদুল মুহাব্বেকীন, হাজত রওয়া মুশকিল কোশা, মুফতীয়ে আজম, আলহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ) ছাহেব কেবলার পবিত্র বার্ষিক ওরশ শরীফ প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসর ও হুজুরের রওজা শরীফ প্রাঙ্গণে মহা সমারোহে অনুষ্ঠিত হবে। উক্ত পবিত্র ওরশ শরীফে আপনারা সবান্ধবে শরীক হয়ে অসীম সওয়াবের ভাগী হউন। আল্লাহতালার অশেষ রহমত আপনাদের উপর বর্ষিত হউক আমিন
নিবেদক: আওলাদে ফরহাদাবাদী ও সাজ্জাদানশীনে দরবার
* শাহসূফী মৌলভী সৈয়দ সুৎফুল হক ফরহাদাবাদী (রহ.)
* শাহসুফী সৈয়দ জিয়াউল হক ফরহাদাবাদী (রহ)
* শাহসূফী সৈয়দ জহুরুল হক ফরহাদাবাদী (রহ.)
* শাহসূফী সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী (রহ.)
* শাহসূফী সৈয়দ মোহাম্মদ হাছান ফরহাদাবাদী
* শাহসূফী সৈয়দ মোহাম্মদ হোছাইন ফরহাদাবাদী পুত্রগণ (মোস্তাজেম)
কার্যক্রমঃ
* বাদে ফজর- রওজা শরীফে গিলাফ অর্পন
* সকাল ১০ ঘটিকা- খতমে কোরআন
* বাদে যোহর : নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইজভাঙ্গারী গজল
* বাদে মাগরিব- মিলাদ মাহফিল
* বাদে এশা আখেরী মোনাজাত
* সর্বশেষে আধ্যাত্মিক ছেমামাহফিল ও তবারুক বিতরণ।
** ব্যবস্থাপনায়ঃ
আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া কেন্দ্রীয় পরিষদ
** যাতায়াত ব্যবস্থা-
নাজিরহাট বাসে করে আল্লামা ফরহাদাবাদী (কঃ) এর রওজা গেইটে অথবা ট্রেনে কাটিরহাট স্টেশনে নামবেন।
গ্রাম ফরহাদাবাদ, পোঃ নূর আলী মিয়ার হাট, থানা: হাটহাজারী, চট্টগ্রাম।
ফোন: ০১৮ ১৮ – ২০ ৮৭ ১৭,
০১৮ ৫০ – ৮৮ ০১ ৮৫।