কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা গত সোমবার ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব এবং উপসচিব মুহাম্মদ আবুল হাশেম। প্রধান অতিথিকে গার্ডঅব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন।
অধ্যাপক নুসরাত ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া বেগম। এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অভিভাবক ও মতবিনিময় সভার আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এসএম শফিউল আজম সহ অন্যান্য অধ্যাপক বৃন্দ।
উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষা কর্মকর্তা বলেন, আমাদের সামনে প্রতিনিয়ত নতুন নতুন বাধা বিপত্তি আসবে তা দেখে থমকে গেলেন চলবে না আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর। তিনি নিজের জীবন থেকে নেয়া বাস্তব ঘটনা কোড করে বলেন, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি অদম্য উদ্দীপনায়। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজকে আগামীতে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক সুজন দে’র নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো কলেজের বিএনসিসি, রোভার-স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সকল সদস্যবৃন্দ।