আল ইনসাফ যুব ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ১৪/০২/২০২৪ ইং তারিখ রোজ বুধবার ছনুয়া মনু মিয়াজি বাজারস্থ সংস্থার কার্যালয়ে সংস্থার সেক্রেটারি জনাব মোহাম্মদ নাদেরুল ইসলাম এর সঞ্চালনায় এবং সংস্থার সভাপতি জনাব মো: হাসাম উদ্দিন এরফান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শওকতুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মায়মুনর রশিদ ও সংস্থার শরীয়াহ কাউন্সিলের প্রধান জনাব মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংস্থার কার্য-নির্বাহী পরিষদ এর ক্যাশিয়ার জনাব মোহাম্মদ মনজুর আলম এবং উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আনছার উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা হলেন- প্রধান শিক্ষক, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক, ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক, ছনুয়া খাইরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক, পশ্চিম মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং প্রধান শিক্ষক, বালুখালী মোছাদ্দেকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাথে শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত হয়ে শিক্ষা উপকরণ গ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন আল ইনসাফ যুব ফাউন্ডেশন ২০২০ সালের মার্চের ৩০ তারিখ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ সংস্থা সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের নিয়ে কাজ করার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত উক্ত সংস্থা পরিবহন প্রকল্পের মাধ্যমে ১৮ জন, পোল্ট্রি প্রকল্পের মাধ্যমে ০১জন ও মৎস প্রকল্পের মাধ্যমে ০১ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। স্মার্ট সোসাইটি -স্মাট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দানের লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের, শিক্ষা সামগ্রী গ্রহণ করার জন্য সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত বিদ্যালয় হতে প্রধান শিক্ষক/ শিক্ষক প্রতিনিধি শিক্ষার্থীসহ উপস্থিত হয়ে শিক্ষা উপকরণ গ্রহণ করায় তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে অত্র সংস্থার কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করার আহবান জানান। তিনি তাঁর সাধ্যমত উপজেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে অত্র সংস্থাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। প্রধান অতিথি উক্ত সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছু করার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি বিভিন্ন ট্রেডে বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। এরপর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং জনাব মাওলানা আবুল কালাম মহোদয় এর মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।