গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদকে জানান, বিশ্বের ২৬টি দেশের বিভিন্ন কারাগারে শ্রমিকসহ মোট ৯ হাজার ৩৭০ জন প্রবাসী বাংলাদেশি আটক রয়েছে।
গত সোমবার সিলেট-৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হুছামুদ্দিন চৌধুরীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
মন্ত্রী মহোদয় বলেন, সরকারি হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি কারাবন্দী সৌদি আরবের কারাগারে। এর পরিমাণ প্রায় ৫,৭৪৬ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি আটক রয়েছে তুরস্কে। যার পরিমাণ ৫০৮জন।
অন্যান্য ২৪টি দেশ হল: পর্তুগাল (১), আলজেরিয়া (১), জাপান (২), শ্রীলঙ্কা (৩), থাইল্যান্ড (৪), কোরিয়া (৬), মিশর (৬), লিবিয়া (৯), ব্রুনেই (১৬), স্পেন (১৯), লেবানন (২৮), ইন্দোনেশিয়া (৪৯), সিঙ্গাপুর (৬৬), ইতালি (৮১), জর্ডান (১০০), হংকং (১২২), চীন (১৯১), ইরাক (২১৭), মালয়েশিয়া (২১৯), মায়ানমার (৩৫৮), দক্ষিণ আফ্রিকা (৩৮৫), আবুধাবি (৪০৪), গ্রিস (৪১৪), এবং কাতার (৪১৫),জন।