আজ ২৬ শে মার্চ বিকাল ৩ ঘটিকার সময় বাঁশখালী পৌরসভাস্থ হোটেল গ্রীন চিলি তে বাঁশখালী আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এম, আজিজুর রহমান। সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মোখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন, হেড মাওলানা মুহাম্মদ হোসাইন।
এতে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান এর সুযোগ্য সন্তান ও চক্ষু বিশেষজ্ঞ জনাব ডা: এ টি এম এখলাসুর রহমান (আনিস)।
আলোচনায় অংশ নেন অধ্যাপক নুরুল কাদের, অধ্যাপক দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আলী আশরাফ খান,রমিজ উদ্দিন, তোফাজ্জল হোসাইন, মোহাম্মদ সোলাইমান, আতিক উল্লাহ ,আবদুল মাবুদ ও জালাল উদ্দীন প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।
মুনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়ব সাহেব।