বুধবার (৩ মার্চ) বিকেলে বাঁশখালী উপজেলার লক্ষী স্কয়ারের একটি রেস্তোরাঁয় বাঁশখালী শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীর আলম সাহেবের উপস্থাপনায় অধ্যাপক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক রমিজ উদ্দিন, অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরো, সেলিম উদ্দিনসহ বাঁশখালীতে কর্মরত স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক সহ আরও অনেকে।
ইফতার মাহফিলে শেষে অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরোকে আহ্বায়ক ও অধ্যাপক আক্তার হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ‘কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন, এ কে এম জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিন উদ্দিন, অমৃত করণ, ফজলুল হক কুরাইশি, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মাস্টার রমিজ উদ্দিন।
ইফতার মাহফিলে বক্তারা ‘শিক্ষকদের কল্যাণে যেকোনো সময় পাশে থাকার আহবান জানান। বক্তারা বলেন, শিক্ষক সমিতির উদ্দেশ্য শিক্ষকদের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করা তাদের কল্যাণে এগিয়ে আসা।
পবিত্র রমজানের তাৎপর্য বর্ণনা করে বিশ্বের সকল মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।