অনুষ্ঠানে ২০২৩ সালের হিসাব আপডেট রাখার ঘোষণা অনুযায়ী প্রণোদনার আওতায় নিয়মিত সঞ্চয় প্রদান কারী সদস্যদের স্মৃতি স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের প্রধান জনাব মাওলানা আবুল কালাম। গত ২০২২-২৩ অর্থ বছরের আয়-ব্যয় ও ব্যালেন্স শীট পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্য বৃন্দ প্রতিষ্ঠানের বিভিন্ন চলমান প্রকল্পের কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন।
অধ্যাপক নাজেম উদ্দীন আল ইনসাফ যুব ফাউন্ডেশন এর নীরিক্ষার বিভিন্নদিক তুলে ধরে বলেন, আল ইনসাফ যুব ফাউন্ডেশন ছনুয়া প্রতিষ্ঠিত হলেও এর সূদুর প্রসারিত চিন্তা ভাবনা রয়েছে যা কেবল এ জনপদ নয় সমগ্র বাংলাদেশে আল ইনসাফ যুব ফাউন্ডেশন এর কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।
শরীয়াহ কাউন্সিলের প্রধান জনাব মাওলানা আবুল কালাম সাহেব আল ইনসাফ যুব ফাউন্ডেশন ব্যবসা ও বিনিয়োগে সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আল ইনসাফ যুব ফাউন্ডেশন ইসলামিক শরিয়াহ মোতাবেক ইনভেস্ট করে থাকেন। তাদের কার্যক্রমে যেভাবে এগিয়ে এসেছে তাতে অদুর ভবিষ্যতে একটি মাইল ফলক হিসেবে জন সাধারণের দৃষ্টি কাড়তে সক্ষম হবে।
সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এর জন্য সদস্যদের নিয়মিত সঞ্চয় প্রদান করার আহবান জানান। অনুষ্ঠান শেষে সামাজিক কাজের অংশ হিসেবে সকল সদস্যকে যৌতুক বিরোধী র্যালিতে অংশগ্রহণ এর জন্য আহবান জানান। এবং আল ইনসাফ এর সাফল্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।