অশান্ত সালাথাকে শান্ত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফায়েজুর রহমান পিপিএম, এবং সকল কর্মকরতা। তিনি যোগদানের আগে থেকেই বিভিন্ন জায়গায় কাইজ্জা মারামারি। চলো মান ছিল,তিনি আসার পরে থেকে সালথার পরিবেশ বর্তমানে শান্ত আছে। ওসি মহোদয় বলেন সালথা থানার মধ্যে কোথাও কোন প্রকার ঝামেলা দেখা দেওয়া মাত্রই সাথে সাথে অ্যাকশনে যেতে হবে। পাশাপাশি সেকেন্ড অফিসার শফিকুর রহমান স্যার সার্বক্ষণিক যোগাযোগ স্থানপন করে যাচ্ছে নির্দিধায়।
প্রতিটি ইউনিয়ন এ কর্তব্যরত বিট অফিসার দ্বয়েরও অসামান্য পরিশ্রম করে যাচ্ছে। এ জন্য আমরা সালথা বাসী চির কৃতজ্ঞতা স্বীকার করছি প্রশাসনের উপর। কারণ জনগণের মাল এবং জনগণকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই এ জন্য পুলিশের চাকরি করা। তাই আমি থাকতে এই সালথায় কোন প্রকার ঝামেলা হবে না। যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে তাহলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে ,তাই তিনি যেই হোক না কেন, কারণ সালথা সাধারণ মানুষকে সময় মতো সেবা দেয়ার দায়িত্ব আমাদেরই, ইতি মধ্যে সাধারণ মানুষ ওসি সাহেবকে মানবিক পুলিশ অফিসার হিসেবে আখ্যা দিয়েছে। ওসি সাহেব আরো বলেন সালথা থানার প্রতিটি গ্রাম মহল্লায় আমার পুলিশ প্রস্তুত আছে এবং থাকবে থাকবে, এবং কোন প্রকার ঝামেলা করলে সাথে সাথে অ্যাকশনে যাওয়ার কথা বলা হয়েছে, তিনি আরো বলেন যে আমি সালথাকে শান্তিনগর হিসেবে দেখতে চাই, এবং প্রতিটা জনগণের দাঁড় করায় আমি আইনি সেবা পৌঁছে দিতে চাই, এজন্যই বলা হয়েছে অশান্ত সালথকে শান্ত রাখার কারিগর বর্তমান ওসি মোঃ ফায়েজুর রহমান পিপিএম, সাধারণ জনগণ তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন।