ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাঁশখালী উপজেলা হতে মনোনয়ন দাখিল ১৪
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাঁশখালী উপজেলা হতে নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন সহ মোট ১৪ জন মনোনয়ন দাখিল করেছেন।
শেখ ফখরুদ্দিন, খোরশেদ আলম, মোজাম্মেল হক শিকদার, এমরানুল হক, জাহিদুল হক চৌধুরী মার্শাল চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা প্রদান করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে আকতার হোসাইন ,আরিফুজ্জামান আরিফ, ইমরুল হক চৌধুরী ফাহিম, আরিফুর রহমান সুজন, ওসমান গণী, এম এ মালেক (মানিক) মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন।
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আক্তার কাজমী, ইয়ামুন নাহার, নুরী মন আক্তার মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন ।
আজ বৃহস্পতিবার (৯ মে) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনোনয়ন পত্র গ্রহণ করেন ।
উল্লেখ্য আগামী ১২ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে এবং ভোট গ্রহণ হবে ৫ই জুন ।