দেশজুড়ে সব মসজিদে জুম্মার নামাজের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে নামাজের সময়কাল সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার আদেশও দেয়া হয়েছে।
এই নির্দেশনা আজ শুক্রবার (২৮ জুন) থেকে শুরু করে আগামী অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে।
তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে।