কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ এর সম্মানিত অধ্যক্ষ জয়নাল আবেদীন সাহেবের সফল অধ্যক্ষ হিসেবে দশ বছর পূর্তিতে কলেজের শিক্ষক – কর্মচারী পরিষদের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য ১০ বছর পূর্বে আজকের এই দিনে (৩০ জুন ২০১৪ সাল) অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কলেজের ক্রান্তিলগ্নে দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সবার আন্তরিক ও সার্বিক সহযোগিতায় আজ দশ বছর পেরিয়ে সফল অধ্যক্ষ হিসেবে এগারো বছরে পদার্পণ করেছেন। সকল শিক্ষকদের সাথে নিয়ে কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। যার ফলশ্রুতিতে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ মহোদয় “মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ” এবং বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ সম্মাননা পুরস্কার “ন্যাশনাল সার্টিফিকেট এওয়ার্ড” অর্জন করেন। তাছাড়া কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স সহ ধারাবাহিকভাবে সরকারি কলেজের সাথে সমন্বয় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একমাত্র কলেজ হিসেবে ইংরেজি বিষয়ে অনার্স কোর্স চালু করেছেন এবং পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু করে কলেজকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শত প্রতিকূলতার পথ পাড়ি দিয়ে সম্মানিত অধ্যক্ষ জনাব জয়নাল আবেদীন এর সফল অধ্যক্ষ হিসেবে আজকের এই অর্জনে কলেজ শিক্ষক-কর্মচারী পরিষদ এর পাশাপাশি বিএনসিসি প্লাটুন, রোভার ও গার্ল ইন রোভার -স্কাউট ইউনিট এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।