আলহামদু লিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে
আট মাসের দীর্ঘ বিরতির পরে মিশর “আল-আজহার বিশ্ববিদ্যালয়” থেকে প্রিয় জন্মভূমিতে পা রেখেছেন ভাষাপ্রশিক্ষক ও মাদরাসাতুল ইনসাফের প্রতিষ্ঠাতাপরিচালক মুফতি শাহাদাত সাদমান হাফিজাহুল্লাহ।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসাতুল ইনসাফ-এর শিক্ষকবৃন্দ।
এরপর গতকাল ৩ জুলাই ২০২৪ রোজ বুধবার নিজ প্রতিষ্ঠান ঢাকার হাজারীবাগে অবস্থিত “মাদরাসাতুল ইনসাফ” প্রাঙ্গনে আসলে হুজুরকে ফুলেল শুভেচ্ছা জানায় তার হাতেগড়া প্রতিষ্ঠান মাদরাসাতুল ইনসাফের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ।
এসময় হুজুরকে কাছে পেয়ে মাদরাসা ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ছোট-বড় সকলে আনন্দোল্লাসে মেতে উঠে। হুজুরের আগমনে যেন ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পায়।
এ সময় জনাব মুফতি শাহাদাত সাদমান সকল শিক্ষার্থীর সাথে সালাম ও কুশল বিনিময় করেন। সবশেষ শিক্ষক ও সকল পর্যায়ের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও খোশগল্পের মাধ্যমে শেষ হয় চমৎকার এই আয়োজন।
মাদরাসাতুল ইনসাফকে সুদৃঢ় ইলমি মারকাজ হিসেবে গড়তে উসতাযের স্বপ্নগুলো আল্লাহ তায়ালা কবুল করে নিন।
https://www.facebook.com/share/p/wunQL46Uu41Xdmod/?mibextid=oFDknk