কুরআনের আলোয় জীবন গড়ার প্রত্যয় মুমিন জীবনের সুষমা। কর্মব্যস্ততা এই প্রত্যয় টলাতে পারে না মোটেই৷ এরই সুন্দর উদাহরণ হতে পারে ‘পূর্ণ কুরআন অর্থসহ পড়ার চ্যালেঞ্জ’ প্রোগ্রামটি।
ভাষাপ্রশিক্ষক ও মাদরাসাতুল ইনসাফ-এর প্রতিষ্ঠাতাপরিচালক উস্তায শাহাদাত সাদমানের ভার্চুয়াল দারসে দেখা মেলে নানান বয়সী বিভিন্ন শ্রেণিপেশার কুরআনপ্রেমী তালিবুল ইলমদের। সবার ইচ্ছা একটাই- অর্থসহ উসতাযের তত্ত্বাবধানে একবার অন্তত রবের কালাম পাঠ।
_কী দারুণ তাদের লক্ষ্য! আল্লাহ তায়ালা সবাইকে কামিয়াব করুন। উসতাযকেও নেক হায়াত, সুস্থ ও নিরাপদ জীবন দান করুন।_
শুক্রবার এই ইলম পিপাসুদের এক মিলন মেলা অনুষ্ঠিত হলো রাজধানীর মাদরাসাতুল ইনসাফ-এ। মূলত শিক্ষার্থীরা তাদের প্রিয় উস্তাযকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন; তিনি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে সংক্ষিপ্ত ছুটিতে এখন দেশে অবস্থান করছেন।
আয়োজন জুড়ে ছিল নানা চমক। বিভিন্ন শ্রেণিপেশার এই তালিবুল ইলমগণ তাদের প্রিয় উস্তাযকে হাদিয়া দিলো একটি ব্র্যান্ড নিউ অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন। মাদরাসার কাজের সুবিধার্থে উসতাযের হাতে তুলে দিলো চমৎকার একটি ল্যাপটপ। শিক্ষার্থীদের নিরাপদ পানি পানের লক্ষ্যে এ সময় একটি বিশুদ্ধ পানির ফিল্টারও স্থাপন করেন তারা।
এছাড়াও মাদরাসায় আধুনিক মানের একটি লাইব্রেরি নির্মাণ প্রজেক্টে নগদ অর্থ প্রদান করেন শিক্ষার্থীরা এবং শিক্ষকদের জন্য ছিল একটি করে ডায়েরি ও কলম। এছাড়া দুপুরে মাদরাসাতুল ইনসাফের শিক্ষক শিক্ষার্থীসহ উপস্থিত অতিথিগণের জন্য ছিল মজাদার হরেক পদের দুপুরের খাবার।
এই মিলন মেলায় ‘পূর্ণ কুরআন অর্থসহ পড়া চ্যালেঞ্জ’ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্য অনুভূতি শেয়ার করে বক্তব্য রাখেন, প্রোগ্রামের ক্যাপ্টেন মহিউদ্দিন ও লুৎফুল কবির।
অনুষ্ঠানে মাদরাসাতুল ইনসাফের শিশুশিল্পীদের মনোমুগ্ধকর সংগীত ও তিলাওয়াতে মোহিত হন উপস্থিত সকলে। অনুষ্ঠান শেষে উসতায শাহাদাত সাদমান শিক্ষার্থীদের কল্যাণ, একনিষ্ঠতা ও সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।