আল ইনসাফ যুব ফাউন্ডেশন বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা চেক গ্রহণ করেন। সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শওকতুজ্জামান মহোদয়।
উল্লেখ্য আল ইনসাফ যুব ফাউন্ডেশন দক্ষিণ বাশঁখালীর যুব সমাজকে এগিয়ে নিচ্ছে। এ উদ্যোগের স্বপ্ন দ্রষ্টা তরুণ উদ্যোক্তা, শিক্ষা অনুরাগী মোহাম্মদ হাসাম উদ্দিন এরফান। তিনি বিগত দুই হাজার বিশ সালের ত্রিশে মার্চ নিজ এলাকার কতিপয় উদ্যোগী যুবককে সংগঠিত করে আল ইনসাফ যুব ফাউন্ডেশন নামে একটি যুব সংগঠন গড়ে তোলেন। প্রতিষ্ঠা কালীন মাত্র দশ/বার জন সদস্য নিয়ে গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় অর্ধশতাধিক।
এরফান সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠা হলেও প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি ফাউন্ডেশনের দু-দুবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উক্ত সংগঠনটি বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি, যুব সদস্যদের ধার প্রদান, উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে নিয়োজিত আছে। সংগঠনটির নিয়মিত কার্যক্রম এলাকার বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফাউন্ডেশনের নিয়মিত কর্মকাণ্ড দেখে তারা আত্মকর্মী হতে উদ্বুদ্ধ হচ্ছে।
সূচনালগ্ন থেকে বিগত ৫ বছরে উক্ত ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে –
☑️ যুব ফাউন্ডেশন গঠন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকা ভুক্তি,
☑️ সদস্যদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে তহবিল গঠন ও ধার প্রদান,
☑️ বেকারত্ব দূরীকরণকল্পে বেকার যুবকদেরকে পরিবহন প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টি,
☑️ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,
☑️ পোল্ট্রি ও মৎস্য প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্য লাভজনকভাবে বাজারজাতকরণ,
☑️ মহিলা উদ্যোক্তা সৃষ্টি করা,
☑️ অসুস্থ সদস্যদেরকে চিকিৎসা সহায়তা প্রদান, ☑️ সামাজিক কাজের অংশ হিসেবে যৌতুকবিরুধী র্যালি ও সমাবেশের আয়োজন,
☑️ বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টি,
☑️ নিয়মিত সঞ্চয় প্রদানকারী সদস্যদেরকে স্মৃতি স্মারক প্রদান ও গুণীজন সংবর্ধনা,
☑️সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ,
☑️বন্যার্তদের মাঝে সাহায্য প্রদান।
☑️ সদস্যদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ।
আগামীতে আল ইনসাফ যুব ফাউন্ডেশন দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে প্রত্যাশা সকলের।