বাঁশখালী উপজেলার সরলের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পতির সন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করায় সর্বস্তরে স্বস্তির নিশ্বাস পড়ছে। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার মহাখালীতে (সহকারী পরিচালক) হিসেবে ওএসডি করা হয়। পাশাপাশি তাকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে। এর আগে ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিষ্ঠানটিতে সংযুক্ত ছিলেন। তাছাড়া ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী ইতিপূর্বে তিনি বিভিন্ন উপজেলায় দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বাঁশখালীর কালীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। বাশঁখালীবাসি তার এ অর্জনে অত্যন্ত আনন্দ প্রকাশ করছে।