সংশোধিত মাদরাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পাস হলে সহকারি শিক্ষকদের ৮ম গ্রেড সহ একগুচ্ছ বৈষম্যের অবসান হবে মনে করেন বিএমজিটি এর মহাসচিব মো: শান্ত ইসলাম।তিনি বলেন এ বৈষম্য শিগগিরই নিরসন হবে ইনশাআল্লাহ।
বিরাজমান বৈষম্যের অবসান করতে অদ্য ১৮.০৯.২০২৪ইং বুধবার জবাব হাবিবুর রহমান মাননীয় মহাপরিচালক মাদরাসা অধিদপ্তর,জনাব সামসুর রহমান খান অতিরিক্ত-সচিব(প্রশাসন ও অর্থ)কারিগরি ও মাদরাসা বিভাগ,জনাব ড.শাহনওয়াজ দিলরুবা খান মাননীয় অতিরিক্ত- সচিব (মাদরাসা) কারিগরি ও মাদরাসা বিভাগ, জনাব সাজ্জাদ হোসেন উপসচিব এমপিও) কারিগরি ও মাদরাসা বিভাগ ও জনাব মোঃ জাকির হোসেন উপপরিচালক মাদরাসা অধিদপ্তর মহোদয়গনের সাথে মুঠোফোনে আলোচনা করে অতিদ্রুত বিরাজমান বৈষম্যের অবসান করতে বিএমজিটিএ এর পক্ষ থেকে অনুরোধ পুনর্ব্যাক্ত করা হয়েছে।
সংশোধিত মাদরাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো আগামী একমাসের মধ্যে পাস হবে-ইনশাআল্লাহ এমনটি জানিয়েছেন জনাব সামসুর রহমান স্যার মাননীয় অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) কারিগর ও মাদরাসা বিভাগ, শিক্ষা মন্ত্রালয়।
মহাসচিব প্রিয় নেতৃবৃন্দের আস্থা ও সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করার অনুরোধ জানান। তিনি বলেন, মনেরাখবেন কারো অবদানকে অস্বীকার বা নিজের বলে প্রচার করা উচিত নয়।
মোঃ শান্ত ইসলাম
মহাসচিব, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)