প্রতিবেদন | বুধবার , ২৭ নভেম্বর,
নগরীর কোতোয়ালী আদালত এলাকায় আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তারা নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া ইস্কন নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের সমর্থকদের গ্রেফতার ও বিচারসহ তিন দফা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। এসময় শিক্ষার্থীরা রাষ্ট্রদোহের মামলায় গ্রেপ্তার চিন্ময় দাশের ফাঁসির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ইস্কনের সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। এরপর আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। এছাড়া মসজিদ ভাঙচুর করেছে। আমরা চিন্ময়ের ফাঁসি চাই এবং ইস্কন নিষিদ্ধ চাই।