রমজান জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য এক মহাকল্যাণ -জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার ইফতার মাহফিলে বক্তারা চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, রোজা হচ্ছে আল্লাহ তায়ালার সন্তুষ্টির অন্যতম সোপান। যেটি কেবলই মানুষকে সৎ ও তাকওয়াবান হওয়ার মতো আমলের শিক্ষা দেয়। কেননা মানুষের সামনে আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করার মতো অবারিত সুযোগ থাকা সত্ত্বেও যা করতে মানুষ ভীতসন্ত্রস্ত থাকে। আর এটিই হচ্ছে রোজার অন্যতম বৈশিষ্ট। তারা বলেন, ইসলামের মহিমান্বিত এ ফরজ কার্যকে আল্লাহতায়ালা ব্যাপক মর্যাদায় সিক্ত করেছেন। পূণ্যময়ী এ রমজানকে নিরুপদ্রব সেলিব্রেশনে আল্লাহ জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দিয়ে জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে রেখেছেন। উপরন্তু পাপিষ্ঠ শয়তানকে কারারুদ্ধ করে রেখেছেন। এছাড়া এ রমজান কেবলই মুসলমানদের জন্য নয়, বরং জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য এক মহা কল্যাণ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। একটি মহল পবিত্র রমজানকে কেন্দ্র করে মজুতদারি, ছিনতাই, খুন, রাহাজানি, ইভটিজিংসহ ইত্যাকার বহুমাত্রিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। যাতে কোনভাবেই কাঙ্খিত রোজা পালন নির্বিঘ্ন হয় না বলে বক্তারা মন্তব্য করেন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে ড. মোহাম্মদ মহিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গুনিয়া