প্রবল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো “হেলথকার্ড বিডি বৃত্তি সংবর্ধনা-২৪”
শিক্ষার জন্য দরকার সুস্বাস্থ্যে
—স্লোগানকে সামনে রেখে হেলথকার্ড বৃত্তি প্রকল্প-২৪-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ২৩ মে , শুক্রবার ২০২৫ চট্টগ্রাম কোর্ট বিল্ডিং আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত হলো হেলথকার্ড বিডি বৃত্তি সংবর্ধনা ‘২৪।
হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্প ‘২৪-সদস্য সচিব হেলথকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হকের সভাপতিত্বে মামুন ও জসীমের যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হয়। কুরআন তিলাওয়াত পরবর্তী সভাপতি উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
বৃত্তি প্রকল্পের পরিচালক ইমরানুল হক সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল সমুহে হেলথকার্ড সঠিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এবং মাননীয় মেয়র মহোদয়ের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান বক্তা ব্যরিষ্টার ফয়সাল দস্তগীর হেলথকার্ড বাংলাদেশের প্রশংসা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী, সাইফুল ইসলাম জনি, এডভোকেট তৌহিদুল ইসলাম, শহীদুলনইসলাম,শহীদ ফয়সাল নয়ন আশেক এলাহী, নুর উদ্দীন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পেছনে পরিবার ও সমাজের কষ্ট ও অবদানের প্রতি আলোকপাত করে তাদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করেন। সময়ের সঠিক ব্যবহার ও নিয়মানুবর্তী জীবনের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা দেশকে আরও বড় মঞ্চ থেকে প্রতিনিধিত্ব করবে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও “স্টুডেন্ট অব দ্য ইয়ার” নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।
সমাপনী বক্তব্য সদস্য সচিব ইমরানুল হক অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও হেলথকার্ড বাংলাদেশের কার্যনির্বাহী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।