সভাপতি হিসেবে মনোনয়ন পেলেন নাসিদা আকতার
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জন্য একটা ব্যতিক্রম ঘটনা। কালিপুর ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক দানবির, নুরুল আলম সাহেবের সুযোগ্য কন্যা জনাব নাসিদা আকতার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "পালেগ্রাম হাকিম মিঞা শাহ আলিম মাদ্রাসা'র পরিচালনা পরিষদের এডহক কমিটির "সভাপতি" মনোনিত হয়েছেন।
বাশঁখালী উপজেলায় বিভিন্ন কেটা গরীর শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই প্রথমবার কলেজ পর্যায়ের কোন এমপিও ভুক্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে একজন নারী এই পদে মনোনীত হয়েছেন। নেট দুনিয়ায় এনিয়ে তুমুল মতান্তর সৃষ্টি করলে ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে তার পিতা নুরুল আলম সাহেব কোকদন্ডী স্কুলের সামনের জায়গা সহ বাঁশখালীতে বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের জন্য তিনি জায়গা দান করেন।