হোছাইনিয়া দাখিল মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য ছনুয়া মনু ময়াজি পরিবারের পুত্রবধূর আলহাজ্ব শাহিদা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন।
“ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন”।
আলহাজ্ব শাহিদা বেগম চৌধুরী আলহাজ্ব মোহাব্বতুর রহমান চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত।
ছনুয়া হোছাইনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায় তার অধিকতর পরিশ্রম ছিল ও যার কারণে হোছাইনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তার এমন অবদানে অত্র অঞ্চলে শিক্ষার বহুল বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যা ভূলে যাওয়ার মত নয়।
তার মহা প্রয়াণে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
শোকার্তেঃ-
এলাকাবাসী, হোছাইনিয়া দাখিল মাদ্রাসা কমিটি/শিক্ষক/শিক্ষিকা/ছাত্র/ছাত্রী/কর্মচারীবৃন্দ।