বিপদে পাশে দাঁড়ানোই বন্ধুর পরিচয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাঁশখালীর বিভিন্ন এলাকার চিকিৎসাধীন রোগীদের দেখতে যান বাঁশখালী সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাথে ছিলেন অরবিট ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা লায়ন আমীরুল হক এসরুল কায়েস,এবং বাংলাদেশ জামায়াত ইসলামি ছনুয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন ফয়সাল সহ আরো অনেকে।
তারা আজ সোমবার সন্ধ্যায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বাঁশখালীর চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন।