মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চাপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ইরানের ওপর এবারের আঘাতটা হেনেছে বাণিজ্যের ওপর।
ইরানের সাথে যুদ্ধ বন্ধ করলে ও ইরানের তেল বাণিজ্যকে ধাক্কা দিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন অর্থমন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত গোষ্ঠীর ওপর।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এর বরাত দিয়ে রয়টার্স জানান, তেহরানের রাজস্বের উৎসে চাপ প্রয়োগের মাধ্যমে ইরানি অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রমের অর্থায়নে ব্যাঘাত ঘটানো হবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও জানান, ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠান দীর্ঘ ৬বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করে আসছে। এ সকল প্রতিষ্ঠান ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মিশিয়ে ভুয়া নথি ব্যবহার করে এগুলোকে ইরাকের তেল হিসেবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা দেশেগুলোর কাছে দেদারছে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কয়েকটি তেলবাহী জাহাজ, তেহরান সমর্থিত হিজবুল্লাহর নিয়ন্ত্রাণাধীন আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রদান করেছে। মার্কিন প্রশাসনের মতে, ওই জাহাজ ও ব্যক্তিরা কোটি কোটি ডলার মূল্যের লেনদেনের মাধ্যমে গোপনে হিজবুল্লাহকে সহায়তা করেছে।