বাঁশখালীর ছনুয়া মনুমিয়াজী ঘাট এলাকায় সাগর থেকে বাল্কহেড ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় গত বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড দুটি বাল্কহেড ড্রেজার জব্দ সহ সংশ্লিষ্ট কয়েকজনকে জব্দ করেছে। প্রায় রাত ১১টায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ড্রেজার দুটির মালিককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। দুটি ড্রেজারের মধ্যে মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজের মালিকানাধীন ড্রেজারের মাঝি দুই লাখ টাকা জরিমানা পরিশোধ করায় ড্রেজারটি ছেড়ে দেওয়া হয়েছে। এমবি শাহআমানত এন্টারপ্রাইজের মালিকানাধীন অপর ড্রেজারের মাঝি দুই লাখ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় ড্রেজারের মাঝি মো. ইউছুফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জসিম উদ্দিন জানান অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে। তিনি ইতিপূর্বে পুইছডি ইউনিয়নে ও অভিযান চালিয়ে মালামাল সহ জব্দ করেন।