বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) চট্টগ্রাম জেলা শাখার এক সভা আজ ১২/৭/'২৫ ইং নগরীর বহদ্দারহাটস্থ একটা রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ সভাপতি, চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলী। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য, জেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মুহাম্মদ নাজেম উদ্দিন ছানুভী, সহ সভাপতি অধ্যাপক নুরুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ মোখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জনাব সালা উদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষক নেতৃবৃন্দ জুলাই'২৫ থেকে সরকারি চাকরিজীবিদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদান, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান এবং ইবতেদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মত সব সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। যারা এ অধিকার নিয়ে কাজ করেন তারাই আজও অধিকার বঞ্চিত। তাদের দাবি দাওয়া আদায় করতে পথে নামতে হয়। এমন দ্বিচারি নীতি মনে নেওয়া যায়না।
জুলাই আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্যে। কিন্তু শিক্ষা ব্যবস্থায় এখনো সেই বৈষম্য রয়েই গেছে যা কারো কাম্য নয়। অনতিবিলম্বে এ বৈষম্য দূর করে সমাতা আনার উদাত্ত আহবান জানান।