কক্সবাজারের চকরিয়ায় বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরে হোসাইন আরিফ (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। কয়েকদিন আগে হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সভাপতি, বদরখালীর সাবেক চেয়ারম্যান আবদুল হান্নানের পুত্র।
পরিবার জানায়, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জেলার ১৬ জন ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়, আরিফও ছিলেন তাদের মধ্যে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে মঙ্গলবার আদালত তাকে পদে বহাল রাখার রায় দেন। রায়ের খবর শুনেই তিনি স্ট্রোক করেন।
আগামীকাল বুধবার বেলা দুইটায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।