জন দুর্ভোগ লাগবে সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকা থেকে সেনাবাহিনী ৯টি সুপার সার্ভিস বাস আটক করেছে। সোমবার (১৪ জুলাই) রাতে সেনাবাহিনীর একটি টিম বাঁশখালীতে এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মেজর সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঁইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। আটক করা বাসগুলো দীর্ঘদিন ধরে সড়কের এক পাশ দখল করে পার্কিং করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় একটি গুরুতর অসুস্থ রোগীবাহী অ্যাম্বুলেন্স ওই যানজটে অন্তত ১৫ মিনিট আটকা পড়ে। বিষয়টি সেনাবাহিনী ভিডিও চিত্রসহ নথিভুক্ত করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও গ্রহণ করা হয়েছে।
বাস কাউন্টারের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা যায়, আটক বাসগুলো গত দুদিন ধরে একই স্থানে পার্কিং করা ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, বাসগুলো লেন দখল করে রাখায় প্রতিদিনই সাধারণ মানুষ এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী কর্তৃক সতর্ক করা হয়েছিল। তবে বারবার সতর্কতার পরও আইনের ব্যত্যয় ঘটায় এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।