এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা, বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শীলকূপস্থ সুলতান আহমদ কমিউনিটি সেন্টার এ সংবর্ধনার আয়োজন করা হয়। জিএম সাইফুল ইসলাম মিনারের সঞ্চ সঞ্চালনায়, সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার আমীর, অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির, অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সহ-সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু নাছের, উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের নায়বে আমীর মাস্টার আব্দুর রহিম ছানবী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর ইমরান বাচ্চু, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোছাইন সিকদার, চট্টগ্রাম জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন। জলদী হোছাইনীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শেখেরীল দাখিল মাদরাসার সুপার মাওলানা নোমান। অনুষ্ঠানে এ+ প্রাপ্তদের সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তোমাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তোমরা হবে আগামীর নেতৃত্ব। সমাজ, দেশ ও জাতির কল্যাণে তোমাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা দিয়ে অগ্রণী ভূমিকা রাখবে- এটাই আমাদের স্বপ্ন।