চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন নতুন মসজিদ উদ্বোধন কালে মসজিদের মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ আজগর নামের এক খতিবের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাথরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা মোহাম্মদ আজগর দক্ষিণ কাথরিয়া আইল্লার বাপের বাড়ি মোহাম্মদ জেবল হোসেনের পুত্র।
জানা গেছে, উপজেলার কাথারিয়া ইউনিয়নেের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাথরিয়া আইল্লার বাপের বাড়ি এলাকায় একটি নতুন মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাগমারা বাইতুন নূর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মাওলানা মোহাম্মদ আজগরের মৃত্যুতে কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাঁশখালী থানার ওসি মো, সাইফুল ইসলাম জানান পরিবারে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।