চেতনার রঙে লাল বুদবুদ
বুক পাতে বায়ান্নের আত্মারা
সাহিত্যিক ও বিপদগামী
উত্তাল ছাত্র জনতারা।
নেটের ফ্লু কমিয়ে কিম্বা
বন্ধের পায়তারা সফল তারা
কালো রাতে, মার্চের অমানিশায় জ্বলে
জ্বলে লাখ মশালধারা।
অধিকার আদায়ের ডাকে
বুক পাতে হাসিমুখে, খই ফুটে রাস্তায়
ছাত্রদের বিজয়ের মিছিলে
পাগলা কুত্তারা কামড়ায়।
আগুনে ঘি ঢেলে স্বভাব সুলভ ভঙ্গিতে
আজও চেয়েছিলে বিজয় ছিনিয়ে নিতে
অথচ অকারণে প্রাণ গেল, খালি হল বুক
পারবে কী তার হিসেব দিতে?
শহীদের আত্মদানের ইতিহাস
বৃথা যায়নি কভু
এপথে আগামীর মিছিলে
আমাদের সামিল কারো প্রভূ।
সাধারণ জনতার মিছিলে যদি আসে
বাধা, গুলি, নির্মম অবিচার
সেই বাধার প্রাচীর মাড়িয়ে আলোর মশাল হাতে
আসবে বিজয়, বিজয় স্বাধীনতার।
ভেবেছিলাম আমি ফাইভজি হাতে
জনতা ডুবেছে নেশায়
আচমকা দেখি উত্তাল জনতা
ফুসছে রক্তচক্ষু উপেক্ষায়।
বড়দের সাথে ছোটরাও মিশেছে
মিশেছে জনতা ছাত্রের হাত ধরে
বুঝেছে ইকবাল, বুঝেনি ইকবাল!
তাইনা ইকবাল ঘরথেকে আজ দূরে।
দেখিনি বায়ান্ন, দেখিনি ঊনসত্তর,
দেখিনি একাত্তর আমি,
জনজোয়ারে দেখেছি চব্বিশ
বুক পাতে অধিকারগামী।
হাসিতে হাসিতে ফাসিয়া গিয়াছে
ক্ষমতাসীন আওয়ামী সরকার
বন্ধ করে মিলছেনা সুরাহা
তুলে এজিদি হাতিয়ার।
দারুণ লিখেছেন।
Thanks